বাংলা সাহিত্যে প্রথম - Nayan'Shop'House

Header Ads

বাংলা সাহিত্যে প্রথম

বাংলা সাহিত্যে প্রথম


সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার?উঃ মাইকেল মধুসূদন দত্ত


বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা?উঃ মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার?ঊঃ মীর মোশাররফ হোসেন
বাংলা সাহিত্যের প্রথম গীত কবি?উঃ বিহারীলাল চক্রবর্তী।
বাংলা সাহিত্যে প্রথম যতি চি‎হ্ন ব্যবহারকারী?উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহারকারী?উঃ প্রমথ চৌধুরী
প্রথম বাংলা অক্ষর খোদাইকারী?উঃ পঞ্চানন কর্মকার।
প্রথম সম্পূর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী?উঃ চালর্স উইলকিনস।
প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক?উঃ শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা?উঃ বিবি তাহেরন নেছা।





বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ?উঃ কথোপকথন; রচয়িতাঃ উইলিয়াম কেরী; ১৮০১ সাল।
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস?উঃ আলালের ঘরের দুলাল; রচয়িতাঃ প্যারীচাঁদ মিত্র; ১৮৫৭ সাল।
বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যান?উঃ ইউসুফ জোলেখা; রচয়িতাঃ শাহ মুহম্মদ সগীর; ১৪-১৫ শতকের মধ্যে।
বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস?উঃ কপালকুন্ডলা; রচয়িতাঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; ১৮৬৬ সাল।
বাংলা ভাষায় প্রথম ব্যকরণঃ?উঃ পর্তুগীজ বাংলা ব্যকরণ; রচয়িতাঃ ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও; ১৭৩৪ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ?উঃ বেদান্ত; রচয়িতাঃ রাজা রামমোহন রায়; ১৮১৫ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক?উঃ কুলীনকুল সর্বস্ব; রচয়িতাঃ রাম নারায়ন তর্করন্ত; ১৮৫৪ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক?উঃ একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ; মাইকেল মধুসুদন দত্ত; ১৮৫৯ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক?উঃ ভদ্রাজুন; রচয়িতাঃ তারাপদ সিকদার; ১৮৫২ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক?উঃ কৃষ্ণকুমারী; রচয়িতাঃ মাইকেল মধুসূদন দত্ত; ১৮৬১ সাল।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি?উঃ কীর্তি বিলাস; রচয়িতাঃ যোগেন্দ্র নাথ গুপ্ত; ১৮৫২ সাল।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য?উঃ পদ্মিনী উপাখ্যান; রচয়িতাঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়; ১৮৫৮ সাল।
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য?উঃ মেঘনাদবধ; মাইকেল মধুসূদন দত্ত; ১৮৬১ সাল।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক?উঃ স্বর্ণকুমারী দেবী; উপন্যাসঃ মেবার রাজ; ১৮৭৭ সাল।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী?উঃ দিকদর্শন; প্রকাশকঃ শ্রীরামপুর মিশনারী জন ক্লার্ক মার্শম্যান; ১৮১৮ সাল।
মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা?উঃ সমাচার সভারাজেন্দ্র; সম্পাদকঃ শেখ আলীমুল্লাহ; ১৮৩০ সাল।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ?উঃ নীলদর্পন, রচয়িতাঃ দীনবন্ধু মিত্র; ১৮৬০ সাল।
ঢাকার প্রথম বাংলা ছাপাখানা?উঃ বাংলা প্রেস (আজিমপুর); প্রতিষ্ঠাতাঃ সুন্দর
 মিত্র; ১৮৬০ সাল
প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন কোথায় হয়?
উঃ কাশিম বাজার; সম্মেলনকালঃ ১৯০৬ সাল।
Post Make By : Md Nayan Hasan
Nayan'Shop'House

No comments

Powered by Blogger.